এস.এম. সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ ক্যাম্পাসে এক র্যালি অনুষ্ঠিত হয় এবং র্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আলী আহসান। আরো বক্তব্য উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। আর সে লক্ষে ভূমি সেবার জন্য এখন আপনারা আপনার হাতের মোবাইল থেকে সবকিছু করে নিতে পারবেন। আপনাদের আর হয়রানী হতে হবেনা।