শেখ সাইফুল ইসলাম কবির:

বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষকের ৫টি গরু চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। বৃহস্পতিবার ভোররাত ৪ টার দিকে সানকিভাঙ্গা গ্রামের দরিদ্র কৃষক আমিরুল ইসলাম শিকদারের গোয়ালঘর থেকে সবকটি গরু চোরেরা নিয়ে যায়। এতে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।

এ ব্যাপারে কৃষক আমিরুল শিকদার বলেন, গরুর দুধ বিক্রি করে সংসার চালাতাম। এখন হয়তো ভিক্ষা করতে হবে। এই ৫টি গরুই ছিলো তার একমাত্র আয়ের পথ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *