শেখ সাইফুল ইসলাম কবির : ‘মুজিবর্ষের বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২০। এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার মোরেলগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক খম লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, যুবলীগ উপজেলা যুগ্ম আহবায়ক তাজিনুর রহমান পলাশ, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন।
সভায় বক্তরা বলেন, আইন শৃঙ্খলা রক্ষা কমিউনিটি পুলিশিং কর্মসূচি প্রশংসনীয় ভ‚মিকার রাখতে সক্ষম হয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে আরো জনমুখী করতে সাধারণ মানুষের দোড় গোড়ায় পুলিশী সেবা পৌছে দিতে চালু করেছেন বিট পুলিশিং কার্যক্রম। ইতোমধ্যে সাধারণ জনগণ কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি ও বিট পুলিশিং কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন