এস.এম. সাইফুল ইসলাম কবির :
২য় ধাপে আগামী২ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ১৬ খাউলিয়া ইউনিয়ন পরিষদে, দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৭অক্টোবর) রাতে গণভবনে শুরু হওয়া দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে,বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ১৬ খাউলিয়া ইউনিয়ন পরিষদেনৌকার মাঝি মাষ্টার সাইদুর রহমান কে চূড়ান্ত করছে আওয়ামী লীগ।