উচহ্লা মারমা
বান্দরবান জেলার প্রতিনিধি

বান্দরবান জেলার বাগমারা এলাকায় শসস্ত্র সন্ত্রাসীদের দুই গুপে গুলাগুলিতে ৬জন নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টা সময় বাগমারা এলাকায় ঘটনা ঘটে।
স্থানীয়দের সুত্রে জানা যায়, নিহতরা জেএসএস এর এমএন লারমা গুপে সদস‍্য। এমএন লারমা গুপে জেলার সমন্বয়ক রতন তঞ্জগ‍্যায়, সদস‍্য বিমল কান্তি চাকমা, ডেবিট মারমা,প্রগতি চাকমা, দিপেন ত্রিপুরা,জয় ত্রিপুরা।
স্থানীয়রা আরো জানান, অত্র বাগমারা এলাকায় সস্ত্র সন্ত্রাসী তিন গুপ জেএসএস সন্তুর লারমা, জেএসএস এমএন লারমা ও মারমা লিপারেশন গুপ তারা বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন এলাকার ঘুরে বেরাই।
নোয়াপতং ইউপি ৬নং সদস‍্য মিচি মারমা জানান, আমরা ঘটনায়স্থলে গিয়ে দেখি ৬জন লাশ পরে আছে ও ২জন গুলি বিদ্ধ অবস্থায় দেখতে পাই, ঘটনা শুণের সেনাবাহিনী ও পুলিশ এসে নিহতদেরকে সদর হাসপাতালে নিয়ে গেছে এবং এলাকায় সেনাবাহিনী ঘেরাও করে রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন