11111111111

মো: নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় শিশু ও ইয়ুথ ফোরামের উদ্দ্যোগে ও এসইউপিকের সহযোগিতায় ১৮ই জানুয়ারী বুধবার বিকেল ৩ টায় খানসামা উপজেলার পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ উল্লেখিত বিশেষ বিধান বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান যে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ উল্লেখিত বিশেষ বিধান যেন রাখা না হয় কেননা এতে আগের তুলনায় বাল্যবিবাহ বৃদ্ধি পাবে এবং শিশুরা অনেক ক্ষতির সম্মুখীন হবে।তাই যেন বাল্যবিবাহ আইনে বিশেষ বিধান না রাখা হয়।

উক্ত কর্মসূচীতে ইয়ুথ ফোরামের পক্ষে এস. এম. রকি তার বক্তব্য বলেন, বিশেষ বিধান যদি আইনে রাখা হয় তা হবে সংবিধানের সাথে সাংঘর্সিক এবং শিশু সুরক্ষা পরিপন্থী।

তাই আমাদের দাবি বাল্যবিবাহ নিরোধ আইন -২০১৬ বিশেষ বিধান যেন না রাখা হয়। উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন এসইউপিকের প্রকল্প সমন্বয়ক মোঃ জাভেদ আহম্মেদ, এসইউপিকে প্রতিনিধি মোঃ ফজলুল হক ও ব্র্যাকের রীতা পারভীন এছাড়া আরো উপস্থিত ছিলেন খানসামা শিশু ও ইয়ুথ ফোরামের সদস্যরা,সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যরা এবং ২৬ নং পল্লীসমাজের সদস্যরা সহ কয়েকশ সাধারন জনগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *