ঠাকুরগাঁও প্রতিনিধি॥ঠাকুরগাঁওয়ের ডাবুরী সীমান্তে বিজিবি সদস্যরা ৪৪ বোতল ভারতীয় মদ আটক করেছে।আটককৃত হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে ডাবরী ক্যাম্পের বিজিবি টহল দল হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে গেরুয়াডাংগী মাঠে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ আটক করে।আটককৃত মদের আনুমানিক মূল্য ৬৬,০০০/- টাকা।
এ ঘটনায় ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হরিপুর থানায় মামলা হয়েছে।৩০ বিজিবির পরিচালক লেঃ কর্নেল তুষার বিন ইউনুস জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক চোরাচালান কার্যক্রম সম্পূর্ণভাবে প্রতিরোধ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।