মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অপরিসীম। তাঁদের এই অবদানকে স্মরণ করার লক্ষ্যে ১৭ ডিসেম্বর.২০২১ ইং শুক্রবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, কুড়িগ্রাম ড্রিল শেডে প্রতিবছরের ন্যায় কুড়িগ্রাম জেলায় বসবাসরত পুলিশ মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ, কুড়িগ্রাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক,বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে রাজারবাগে প্রথম শসস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ সদস্যরা বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জন্য আমরা গর্ব অনুভব করি। কুড়িগ্রাম জেলা পুলিশ সব সময় এসব বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গের পাশে থাকবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের চেতনাকে সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সুপার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকায় বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল সময় হল ১৯৭১ সাল।
স্বাধীনতার পক্ষে পাক হানাদার বাহিনীকে রুখে দেয়ার জন্য প্রথম প্রতিরোধ যুদ্ধ করেছিল বাংলাদেশ পুলিশের সদস্যরা। জাতির পিতার নেতৃত্বে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পুলিশ সদস্যগণ যুদ্ধে অংশগ্রহণ করে, ১১০০ অধিক পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন, পঙ্গুত্ব বরণ করেন অনেকেই। এজন্য ২০১১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার জন্য স্বাধীনতা পদক লাভ করে।
পুলিশ সুপার বলেন বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান এবং তাদেরকে সংবর্ধনা প্রদান করে আমি গর্বিত।
অনুষ্ঠান শেষে সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।এসময় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম,চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী(বীরবিক্রম),বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার(বীরপ্রতীক),কুড়িগ্রাম সরকারী কলেজের উপাধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন,বিজ্ঞ পিপি এম,এম আব্রাহাম লিংকন,বেসরকারী সংস্থা সলিডারিটির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা এম,এম হারুন অর রশীদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড . আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বিভাগীয় প্রধান(রসায়ন) ডঃ আনোয়ার হোসেন মন্ডল, কুড়িগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব
সদস্য সচিব মোঃ রাশেদুজ্জামান বাবু। এছাড়াও অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধা, শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ ও জেলা পুলিশ কুড়িগ্রামের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।