এজি লাভলু,ঢাকা ব্যুরো অফিসঃ
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবকারীরা রাষ্ট্রবিরোধী-সংবিধান বিরোধী অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, রাকিব ঢালী বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দা অবস্থায় জনগণের নাভিশ^াস উঠানোর কুলক্ষ্যে সচিব-আমলাদের বিদ্যুতের দাম বৃদ্ধির এই প্রস্তাব শুধু গণবিরোধীই নয়; রাষ্ট্র বিরোধীও। আর তাই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রস্তাবের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি।
১৩ অক্টোবর সন্ধ্যায় প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ গ্যাস-বিদ্যুৎ-জ¦ালানি তেলের দাম না কমিয়ে বাড়ানোর পায়তারার অপরাধে বিদ্যুৎ ও জ¦ালানি মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবকে আবারো অপসারণের দাবি জানিয়েছেন।