মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
চিরিরবন্দরে বিদ্যুতের শট সার্কিটের আগুনে প্রায় ৭টি দোকানের মালামালসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সোমবার দিবাগত রাত দুইটায় উপজেলার বেলতলী বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই সময় বাচ্চুর হোটেরের বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগে ঘরে রাখা কাপড়ে ছড়িয়ে পড়ে। মুহুতের মধ্যে আশেপাশের ৭ টি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা পার্বতীপুর দমকল বাহিনীকে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, থানার অফিসার ইনচাজ মোঃ হারিসুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ময়েন উদ্দিন শাহ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সরকারী অনুদান দেয়ার আশ্বাস প্রদান করেছেন।