মোরশেদ মানিক, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে প্রাধমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক অধিদপ্তরের পরিকল্পনায় উপজেলা পয়ায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যায়য় ফুটবল টুর্নামেন্ট-২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২২ এর শুভ উদ্বোধন হয়েছে। ২৭ জুন সোমবার সকাল ১০টায় বিরামপুরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি ছিলেন , দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম মন্ডল ও উম্মে কুলসুম বানু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম। । এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গন উপস্থিত ছিলেন। টুনামেন্টের ধারা ভাস্য দেন উত্তরবঙ্গের জনপ্রিয় ভাস্যকার আসাদ ।