মোরশেদ মানিক, বিরামপুর(দিনাজপুর) থেকে:
দিনাজপুরের বিরামপুরে ” ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক ) স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ ও মাতৃত্ব মৃত্যুর হার হ্রাস বিষয়ক অবহিতকরণ একদিনের
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটি ও মানুষের প্রিয়নেতা দিনাজপুর – ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক। উপজেলা এ্যাকাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম সঞ্চালিত ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বিরামপুর, দিনাজপুর আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিচালক(এমসিএইচ-সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর(এমসিআরএএইচ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডাঃ মোঃ মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা, রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল,পরিবার পরিকল্পনা, মমতাজ বেগম,বিসিএস(পরিবার পরিকল্পনা) দিনাজপুর,কনসালটেন্ট(এফপিএস-কিউআইটি), দিনাজপুর ডাঃ খাদিজা নাহিদ ইভা,
বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, উপজেলা এমওএমসিএইচ এবং ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ তাহেরা খাতুন,বিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধুরী, সিনিয়র সাংবাদিক ডাঃ নূরল হক প্রমুখ। এ সময় বক্তরা মাতৃত্ব মৃত্যুর হার উর্ণিত করতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির
জন্য স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গর্ভবতী মা’দের নিয়েগিয়ে নিরাপদ প্রসব করণের বিষয়ে উপস্থিত ইউনিয়ন জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মীসহ সবাইকে একহয়ে কাজ করার আহবান জানিয়েছেন।।