শেখ সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট প্রতিনিধি.
করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লিরা। শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৭টায় বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই মসজিদের বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এই জামাতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ।
প্রত্যেকটি জামায়াতেই মুসল্লীদের আধিক্য ছিল। স্বাস্থ্যবিধি মেনে সবাই নামাজ আদায়ের চেষ্টা করেছেন।
অপরদিকে বাগেরহাট চার আসনের সংসদ সদস্য এ্যাডঃ আামিরুল আলম মিলন মোরেলগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন।