1

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মহান মুক্তিযুদ্ধে পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত মৌলভীবাজারের ৫ জন নারী বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। মৌলভীবাজার জেলার ৪ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত ২১ জুলাই গেজেট জারি করেছে সরকার। এ জেলার স্বীকৃতি প্রাপ্তরা হচ্ছেন কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত: কামিনী রাম মালাকারের স্ত্রী প্রভা রানী মালাকার (তালিকা নং-১১৮), একই উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট (বড়চেগ) গ্রামের আব্দুল মতালিব উরপে মতালিব মিয়ার স্ত্রী আরিনা বেগম (তালিকা নং-১২২), রাজনগর উপজেলার পাঁচগাাঁও গ্রামের মৃত: নারায়ন চন্দ্র মালাকারের স্ত্রী প্রভাসিনী মালাকার (তালিকা নং-১১৯) ও বড়লেখা উপজেলার বিওসি কেছরীগুল (ডিমাই বাজার) গ্রামের মৃত ছিদ্দেক আলীর স্ত্রী সাফিয়া খাতুন (তালিকা নং- ১২১)।
রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাহবুবুর রহমান ফারুকী কর্তৃক গত ২১ জুলাই জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ৪ জন এবং গত ১ সেপ্টেম্বর জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী মিনারা বেগম নামে ১ জন মিলিয়ে জেলার মোট ৫ জন নারী বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেয়েছেন। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া এ বীরাঙ্গনারা এখন থেকে প্রতিমাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। বীরঙ্গনা মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা বলেন- স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছর পর হলেও, এ স্বীকৃতি পাওয়ায় আমরা জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীর্ঘদিন পর রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় এ বীরাঙ্গনাদের পরিবারে এখন আনন্দের জোয়ার বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন