ব্যুরো চিফ চট্টগ্রাম
৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ৭৫ পরবর্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের পর চট্টগ্রামে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জামাল বাহিনীর প্রধান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা জামাল আহম্মদ (প্রকাশ ফকির জামাল) এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে মরহুমের কবরে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবুর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও কবর জেয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ- ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসেন আবু, সাবের আহমদ, মরহুমের সন্তান রিতাপ উদ্দিন বাবু, মনি রাজ,সমিরুল ইসলাম তুহিন, নুর ইসলাম, মোঃ মহসিন, মোঃ হারুন, মোঃ ইব্রাহিম, মিজানুর রহমান, জয়নাল আবেদীন, আলী হোসেন, মোঃ রুবেল প্রমুখ।