ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শ্রমিক নেতা, ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৪টা ৫০মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মোবারক হোসেন মল্লিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছে ঝালকাঠি মিডিয়া ফোরাম। এক শোক বিবৃতিতে মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়ন পরিষদে টানা ৯ বারের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করে স্বর্নপদক লাভ করেন।