ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও
অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা
দাবিতে গতকাল শনিবার দুপুরে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ জড়ো হয়
শিক্ষার্থীরা। সেখান থেকে বিভিন্ন স্লোগান দিয়ে পুরাতন বাসস্ট্যান্ড চৌরাস্তায়
তারা ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় ছাত্ররা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ সহ নানা স্লোগান
দিয়ে গুম গ্রেফতারকৃত সমন্বয়ক শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, মিথ্যা
মামলা প্রত্যাহার, দমন পীরণ বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খুলে
দেয়া এবং ছাত্র জনতা হত্যাকান্ডের সাথে জড়িত সবার বিচারের দাবিতে বিক্ষোভ ও
অবস্থান কর্মসূচি পালন করে।
প্রশাসনের দায়িত্বরত সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যরা ব্যারিকেড দিয়ে
থাকলেও দীর্ঘ সময় ধরে চলা এ কর্মসূচীতে কোন ধরনের বাধা দেয়নি। এসময়
শিক্ষার্থীরা মাইক দিয়ে প্রশাসনের প্রতি আহবান জানান ন্যায় সঙ্গত এই
আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য। পরে আন্দোলনকারীরা তাদের অবস্থান
পরিবর্তন করে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী অবস্থান করে বিক্ষোভ মিছিলটি আবারও
সরকারি বালক উচ্চ বিদ্যালয বড় মাঠে কিছুক্ষণ অবস্থান করে কর্মসূচির সমাপ্তি
ঘোষণা করা হয়।