ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বেগম ফিরোজা আমু ঝালকাঠি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের বৃত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু গতকাল বিকাল ৫টায় ঝালকাঠি লিচু বাগান সংলগ্ন পৌরসভা প্রদত্ত কলেজের নিজস্ব জমিতে ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহআলম, পৌর মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান.নলছিটি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ডালিয়া নাসরিন,মোঃ সুলতান হোসেন খান,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, জিএস জাকির,হাফিজ আল-মাহমুদ,কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ খান (আশুক), ব্যবস্থাপনা কমিটির সদস্য রিয়াজুল ইসলাম বাচ্চু, শামীম শা ফকির, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।