আশানুর রহমাান আশা বেনাপোল —
যশোরের বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের সাকের আলী (৩৩) নামের এক স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে মালয়েশিয়াপ্রবাসীর স্ত্রী কে নিয়ে পালিয়েছে।
দীর্ঘ দাম্পত্য জীবনে পিতার কাছ থেকে একাধকিবার যৌতুকের টাকা স্বামীকে দিয়েও স্বামী সংসার বাঁচাতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন গৃহবধু মহেরুন নেছা বেবী(২৮)।
সাকের – শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত দীন মোহাম্মদ ঝনুর পুত্র।
বেবী জানান, ২০০৬ সালের ১৫ই ডিসেম্বর তাদের রেজেস্ট্রি ববিাহ হয়।
বিবাহের ১বছর পর হতেই চাহিদা অনুযায়ী যৌতুকের টাকা দিতে না পারায় স্বামীর শারিরিক নির্যাতনের স্বীকার হন বেবী।
তবুও সন্তানদের মুখ চেয়ে নীরবে শ্বশুড়ালয়ে থাকেন মেহেরুননেছা বেবী।
সাম্প্রতি পরকিয়ায় জড়িয়ে মালয়েশিয়া প্রবাসী জিয়ার স্ত্রী রত্না(৪০) কে নিয়ে আত্মগোপনে রয়েছেন তারা।কয়েক মাস ধরে স্বামীর অপক্ষোয় থেকে না পেয়ে সন্তানদের ভবিষ্যত চিন্তায় আদালতের শরনাপন্ন হয়ে যৌতুক আইনে মামলা দ্বায়ের করেছেন।যাহার মামলা নং-সি আর-৮০/২০।
আদালত অভিযোগ টি আমলে নিয়ে অভিযুক্ত সাকের আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।
বেনাপোল পোর্ট থানার সাব ইন্সেপেক্টর মোস্তাফিজুর রহমান আদালত কর্তৃক গ্রফেতারী পরোয়ানা জারির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী আটকে পুলিশী তৎপরতা রয়েছে।
রত্নার মা শাহিদা খাতুন জানান সাকের ফুসলিয়ে তার মেয়ে কে নিয়ে আত্মগোপনে রয়েছে।এ বিষয়ে তিনি বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ করেছেন।
পলাতক সাকরে আলী ও তার কন্যাকে প্রশাসনের কাছে সোপার্দ করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছেন।