কবি মোল্লা হারুন উর রশীদ
ছলোনার ছলে
ছলছলিয়ে জীবনটা চলে!
উঠানে নয়
জীবনটা রেললাইনের মতো চলে!
হতাশায় জীবন চলে!
আবেগে জীবনটা
ঘুরে ফিরে
গগনে উরে উরে চলে!
কি অপরুপ মোদের বৈশাখ!
পান্তা ভাত আর শুকনা মরিচের ঘোলে!
মাটির সান্কি নাই
চিনা মাটির প্লেটে
পান্তা ভাত খাই!
জীবনটা দিবানিশি
খই মুড়ির মতো ভাই।
ইলিশের গন্ধ নাহি পাই।
কৃত্রিম মধু কিনে
বোতলের গায়ে ঘুরে ফির তাকাই।