মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে গভীর রাতে একটি কক্ষে জনৈক ছাত্রীর বাড়িতে অসামাজিক অবস্থায় হাতে-নাতে আটক করে পুলিশ। শনিবার (ক্যালেন্ডার তারিখ ১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বনপাড়া পৌর শহরের মিশনপাড়া এলাকা থেকে কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. রাকিবুল আমান (২৮) কে একই কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীর কক্ষ থেকে আটক করে। প্রভাষক রাকিবুল পৌরশহরের মৃধাপাড়া মহল্লার এড. আহাদ আলীর ছেলে।
বনপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম জানান, গোপন সূত্রে পাওয়া সংবাদের প্রেক্ষিতে পুলিশের একটি দল শিক্ষক ও ছাত্রীকে আটক করে। ওই শিক্ষক রাত ১১ টার দিকে ওই ছাত্রীর ঘরে ঢুকলে স্থানীয়রা বাইরে থেকে শিকল লাগিয়ে পুলিশকে খবর দেয়। প্রতিবেশীরা জানায়, প্রথম স্ত্রী’র সাথে বিচ্ছেদের পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং সে ঘরে তাদের এক কণ্যা সন্তান রয়েছে। অপর দিকে ছাত্রীর বাবা-মা বিদেশে থাকায় বাড়িতে কেউ ছিলো না। ওই ছাত্রী পুলিশকে জানায়, কিছু নোট বুঝিয়ে দেয়ার জন্য রাকিবুল স্যার তার ঘরে ঢুকে পড়লে বাইরে থেকে কে বা কাহারা দরজা আটকে দিয়ে পুলিশকে খবর দেয়।