মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের ্উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সোমবার (২৬ মার্চ) সকালে বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ৮ টায় বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দেশের একযোগের জাতীয় সঙ্গীতে অংশ নেয় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন অর রশিদ, ওসি শাহরিয়ার খান, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন সুধীজন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন পারভেজের সভাপতিত্বে এবং নাজমা নাহার মাধবী ও জাকির হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। পরে শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনী করে। উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। অপরদিকে দুপুরে দিবস উপলক্ষে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি অমর ডি কস্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ, জাহিদ আলী প্রমুখ।