মোঃ জাহিদ আলী, বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি-
নাটোরের বড়াইগ্রামে বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খইমন বেগম মমতাজ (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত খইমন উপজেলার জোয়ারী ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনা নিশ্চিত করে জানান, বাড়িতে নির্মাণাধীন নতুন ঘরে বিদ্যুতের লাইনের কাজ চলছিলো। এ সময় অসতর্ক অবস্থায় সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।