নাটোর প্রতিনিধি: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে বড়াইগ্রামে দিবসটির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। সকাল ৮ টায় বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে সারা দেশের ন্যায় একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে বড়াইগ্রাম উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বনপাড়াস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু মোড়ালে পুষ্পমাল্য অর্পন সহ দোয়ার আয়োজন করেন। পরে উপজেলা হলরুমে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ফুলের তোরা দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন