নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের অর্থায়ন ও উদ্যোগে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের হাতে ফ্যান তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দ্দার ও আবু বকর সিদ্দিক, বনপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র প্রবীণ আ’লীগ রাজনীতিবিদ সোবাহান প্রামাণিক, চান্দাই ইউপি’র সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্না, জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা সভাপতি রুবেল বালী, পৌর আ’লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমূখ।