মো: রেজাউল করিম, রাজশাহী:
ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস আজ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অফিসের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহানগরীর উপশহরস্থ ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন ও ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পতাকা উত্তোলন করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।
পরে সহকারী হাই কমিশনার ভারতের রাষ্ট্রপতির বানী পড়ে শোনান। রাজশাহীস্থ ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিবসকে ঘিরে হাই কমিশনার কার্যালয়কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন