মারুফ সরকার, ঢাকা ঃ
শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ ও ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শনিবার বিকালে সেগুন বাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তন । ভারত-বাংলাদেশর কুটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী -২০২২ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল। উদ্বোধক অধ্যক্ষ রওশন আরা মান্নান এম. পি। প্রধান আলোচক: বিচারপতি ড. মোঃ আবু তারিক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয়, লালন কণ্যা ফরিদা পারভীন, দেশবরেণ্য লালন সঙ্গীত শিল্পী, অজয় দেবনাথ, সিনিয়র সহ-সভাপতি, ইন্ডিয়া- বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন (ভারত), মোঃ মোশাররফ মোল্লা, চেয়ারম্যান, আমার আশা ফাউন্ডেশন (ভারত), এস এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), বিশিষ্ট মিডিয়া ও সংস্কৃতিক ব্যক্তিত্ব। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন : সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা। স্বাগত বক্তব্য রাখেন : মোঃ মঞ্জুর হোসেন ঈসা ভারপ্রাপ্ত সভাপতি, শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন : মোঃ আর কে রিপন মহাসচিব, শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ।
অনুষ্ঠানে ‘ল্যান্ড রেজিস্ট্রেশন বিডি’, ‘দলিল ফিস ক্যালকুলেটর’ এপস এবং নিবন্ধন শাখায় বিশেষ অবদানের জন্য দক্ষিণ কেরানীগঞ্জের সাবরেজিষ্ট্রার মো. শাহজাহান আলী পিএএ সহ ২০ জনকে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।