এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামা উপজেলার তিন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।

মঙ্গলবার (৯মার্চ) সকালে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে খামার বিষ্ণুগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভিত বিশিষ্ট এক তলা ভবন এবং ১ কোটি ৫ লাখ টাকা করে ব্যয়ে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ভবনের ২য় ও ৩য় তলা ও জবেদা বেগম উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ভবনের ২য় ও ৩য় তলা সম্প্রসারিত নবনির্মিত ভবনের ভার্চুয়ালী উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।

এসব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী আঃ আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্ ও সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক জীতেন্দ্রনাথ রায় ও প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, জবেদা বেগম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আঃজব্বার শাহ ও প্রধান শিক্ষক শাহ্ মোঃময়নুর ইসলাম মানু, খামার বিষ্ণুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই রায়,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ননী গোপাল রায়,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ টেংকু, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম এবং উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *