ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাটেরকুঠি নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা এবং ৭ বোতল ফেন্সীডিলসহ রবিউল ইসলাম(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পুর্বক উদ্ধারকৃত মাদকসহ থানায় হস্তান্তর করা হয়। ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।