ঃ
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি|
ভুরুঙ্গামারী অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৭টি ঘর ও নগদ প্রায় ৯০ হাজার টাকা পুড়ে ভস্মিভুত হয়েছে। বুধবার সকালে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামে শামছুল হক, আয়েজ উদ্দিন মাষ্টার, হাশেম আলী ও সাজেদা বেওয়ার বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডে শয়ন কক্ষে রাখা হাশেম আলীর ৭০ হাজার টাকা ও অন্যান্যদের ১৪ হাজার টাকা সহ মোট প্রায় ৯০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। জমাজমির কাগজ উদ্ধার করতে গিয়ে মমিনুর রহমান নামে একজন অগ্নিদগ্ধে আহত হয়। বৈদ্যুতিক তার থেকে আগুনের সুত্রপাত হয়ে খড়ের ঘর থেকে এ অগ্নিকান্ড ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম , পিআইও রবিউল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে ওই দিন দুপুরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মোট ১২ বান্ডিল ঢেউটিন ও ৩৬ হাজার টাকার চেক বিতরণ করেন।