শাহা আলম,সিনিয়র ষ্টাফ রিপোর্টার-ভুরুঙ্গামারীঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিল্ডিং বেটার ফিউচার অফ গার্লস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বেসরকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী ও সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিল্ডিং বেটার ফিউচার অফ গার্লস প্রকল্পের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রামএর প্রকল্প সমন্বয়কারী আব্দুল্যাহ আল মামুন। সভায় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,কাজী,পুরোহিত,সরকারী সকল দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।