রমজানুর রহমান বাবুল,সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে। সংস্থার উপজেলা শাখার চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল আলম প্রবালের সভাপতিত্বে মানবাধিকার হউক সবার,সবখানে এবং সমানভাবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই মাষ্টার,মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভিজিটর মোঃ শাহিন আলম, কো-চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন ,জননেতা গোলাম কাদের রনী প্রমুখ। পরে একটি বিশাল র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । অনুষ্ঠানে সংস্থার প্রায় অর্ধশতাধিক কর্মী,সদস্যরা অংশ গ্রহন করে।