ভুরুঙ্গামারী, কুড়িগ্রামঃ
জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আন্তঃ ইউনিয়ন মরহুম আবুল হাসান (সোনা ব্যাপারী) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ক্রিকেটবান্ধব দেশ গড়ুন, মাদককে না বলুন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃ ইউনিয়ন মরহুম আবুল হাসান ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১ এর ৯ম পর্দা উন্মোচন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উপজেলার পাটেশ্বরী হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আন্তঃ ইউনিয়ন মরহুম আবুল হাসান ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি শামীম হাসান।
টুর্নামেন্টের সাধারণ সম্পাদক আবু সায়েম হ্যাভেনসহ আলোচনা সভায় বক্তব্য রাখেন পাটেশ্বরী হাইস্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোর্শেদুর রহমান আনিছ, পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রনেতা শিপন মোল্লা, টুর্নামেন্টের সদস্য মো. মন্জুর আলাম বাবু প্রমূখ।
উদ্বোধনী খেলায় ১ নং ওয়াড ক্রিকেট একাদশ ও ৮ নং ওয়াড ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে।