ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম
ভুরুঙ্গামারীতে ইউপি সদস্য কর্তৃক জমি দখলের চেষ্টা। যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা।
জানাগেছে উপজেলার শিলখুড়ি ইউপির শালঝোড় গ্রামের আব্দুল হামিদ জমি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে চাষাবাদ করে আসছিল। এদিকে উক্ত গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র ও শিলখুড়ি ইউপির ১ নং ওয়ার্ড সদস্য মোঃ মজিবর রহমান ক্ষমতার দাপট দেখিয়ে ঐ জমি দখলের পায়তারা করে এবং ভুয়া দলিল পত্র তৈরি করে দখলের চেষ্টা চালায়। এ বিষয়ে থানা, আদালত সহ গ্রাম্য আদালতে কয়েকটি মামলা হলে জমির কাগজপত্র পর্যবেক্ষনে বিচারকগন আব্দুল হামিদের পক্ষে রায় দেয়। এদিকে বার বার মামলায় হেরে যাওয়া সত্বেও উক্ত জমির মালিক আব্দুল হামিদ এর পুত্র মোঃ শাহিন তোতা ও আব্দুল খালেক জমি চাষাবাদ করতে আসলে মজিবর গং সংঘবদ্ধ হয়ে লাঠি সোঠা,দা কুড়াল সহ ও দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে জমি চাষে বাঁধা প্রদান করায় আব্দুল হামিদের পুত্ররা জমি চাষ করা বাদ দিয়ে বাড়িতে চলে যায়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানান হলে তারা প্রভাবশালী ইউপি সদস্যের বিরুদ্ধে সুবিচার করতে সাহস না পেয়ে তাদের আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়। জমি জবর দখলের চেষ্টার ঘটনা সরেজমিনে তদন্তে গেলে এলাকাবাসী জানায় উক্ত জমি আব্দুল হামিদ গংরা দীর্ঘ ১৯৫২ সাল থেকে ভোগ দখল করে আসছে কিন্তু মজিবর রহমান ইউপি সদস্য এবং অবৈধ টাকার জোরে প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে। জমির ভোগ দখল বিষয়ে উক্ত ইউপি সদস্য মজিবর রহমানকেও জিজ্ঞাসা করলে তিনি জানান,উক্ত আব্দুল হামিদগং জমি দীর্ঘ দিন থেকে ভোগ দখল করে আসছে বলেও স্বীকার করেন। এদিকে উক্ত জমিতে চাষাবাদে বাঁধা দেয়ার পরেও আব্দুল হামিদ ও তার পরিবারের সদস্যরা জমিতে আমন ধানের চারা রোপন করেছে বলে এলাকাবাসী জানায়। এদিকে উক্ত ইউপি সদস্য মজিবর রহমান আব্দুল হামিদ ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে একা পেলে খুন জখম সহ লাশ গুম করে ভারতে ফেলে দেয়ার হুমকি প্রদর্শন করায় বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। উল্লেখ্য উক্ত মজিবর রহমানের বাড়ী ভারতের সীমান্তে এলাকায় হওয়ার সুবাদে তার দুই পুত্র মোঃ জয়নাল আবেদীন(৩৫) ও মোঃ বেলাল হোসেন(৩১) ভারতীয় চোরাকারী, ব্যবসায় জড়িত এবং থানায় তাদের বিরুদ্ধে গরু চোরাকারবারী হিসাবে অভিযোগ রয়েছে। অনতি বিলম্বে উক্ত ইউপি সদস্য মজিবর রহমান গং এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে উভয় পক্ষের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।