ষ্টাফ রিপোর্টারঃ
গতকাল শুক্রবার সন্ধ্যায় ভুরুঙ্গামারীতে ইভটিজিংয়ের অভিযোগে এক কলেজ ছাত্রকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত মোসলিম উদ্দিনের পুত্র,রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র জাহেদুল ইসলাম(২৪) একই গ্রামের কলেজ মোড়ের সেনাসদস্য হাফিজুর রহমানের কন্যা ,নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে প্রায় সময় উত্যক্ত করতো। এ ব্যাপারে হাফিজুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ জাহেদুলকে গ্রেফতার করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের অফিস কক্ষে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযোগ প্রমানিত হওয়ায় জাহেদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।