ivetizing-jail
ষ্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গতকাল শুক্রবার রাতে সন্ধ্যায় ইভটিজিংয়ের অভিযোগে এক কলেজ ছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের চর-সতিপুরী গ্রামের আব্দুর রশীদের পুত্র,ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজের ছাত্র জাহেদুল ইসলাম (২২) একই উপজেলার সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতেরছড়া গ্রামের মৃত গোলজার হোসেনের কন্যা,সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে প্রায় সময় উত্যক্ত করতো। এ ঘটনায় ঐ ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ভুরুঙ্গামারী থানা পুলিশ জাহেদুলকে গ্রেফতার করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের অফিস কক্ষে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযোগ প্রমানিত হওয়ায় ১৮৬০ সালের দঃবিঃ ৫০৯ ধারায় জাহেদুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মামলা নং ০৭ তারিখ ১৪.১০.২০১৬ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন