ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে ইয়াবা ও ভারতীয় চোরাই হোন্ডাসহ জামায়াতের উপজেলা আমিরের ছেলে ও পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যানের ভাই আটক হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বাগভান্ডার রোডের কদমতলা নামক স্থান থেকে ভুরুঙ্গামারী থানা পুলিশ তাকে আটক করে।
জানাগেছে,উপজেলা জামায়াতের আমির আজিজুল হকের ছেলে ও পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুর ছ্টো ভাই জাকারিয়া কবির মিলন (৩২) ভুরুঙ্গামারী থেকে থানাঘাট বাজার যাওয়ার পথে কদমতলা নামক স্থানে পুলিশ তাকে একটি ভারতীয় চোরাই মোটর সাইকেল (বাজাজ-সিটি-১০০) ও কয়েকপিছ ইয়াবা টেবলেট সহ আটক করে। ও সি তাপস চন্দ্র পন্ডি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে মামলা দায়ের করে আটককৃত মিলমকে জেলহাজতে প্রেরন করা হয়েছে