ডাঃ মোঃ আঃ জলিল সরকারঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আজ সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক নিয়ন্ত্রন, বাল্যবিবাহ রোধ, অপরাধ নিয়ন্ত্রনে আইনী তৎপরতা অব্যাহত রাখা সহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ভুরুঙ্গামারী হাটের ইজারাদারের রশিদ করা জবাইয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত ৭টি গরু বিজিবি কর্তৃক আটকের ঘটনায়। উপজেলা মাংস ব্যবসায়ী সমিতি গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার বরাবর আটককৃত গরু ফেরতের আবেদন করে। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি উপজেলা আইনশৃংখলা মিটিং উপস্থাপন করলে আটককৃত গরু ফেরতের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বিজিবি জানায়, তাদের উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ব্যবস্থা গ্রহন করবেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, তিলাই ইউপি চেয়ারম্যান শাহীন শিকদার, সোনাহাট চেয়ারম্যান শাহাজাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন