ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা সাহিত্য মেলা শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন ভূরুঙ্গামারীর আয়োজনে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ২৫ কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর।
স্থানীয় সরকার কুড়িগ্রামের উপপরিচালক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। বক্তব্য রাখেন প্রধান বক্তা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি কে এম মেহেদী হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোজাম্মেল হক, একুশে পদক প্রাপ্ত পিপি এস এম আব্রাহাম লিংকন। উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী প্রমুখ।
উল্লেখ্য দুই দিন ব্যাপি এ মেলা অনুষ্ঠিত হবে।