ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এর প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি প্রতিহত করার জন্য কিশোরী ছাত্রীদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে সচেতন করার নিমিত্তে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কিশোরী মেলা ও বাল্যবিয়ে প্রতিরোধে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরী ছাত্রীদের নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে একটি বাই-সাইকেল রোড শো শহীদ লে. সামাদ নগর টেকনিক্যাল কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, অফিসার ইনচার্জ তাপস চন্দ পন্ডিত প্রমুখ। মেলায় ২ সহ¯্রাধিক কিশোরী বাল্য বিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করেন এবং লাল কার্ড প্রদর্শন করে বাল্য বিয়েকে না বলেন। পরে এসএসসিতে জিপিও-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ শ্রেষ্ঠ প্রতিযোগীদের ক্রেস্ট প্রদান এবং কিশোরী ছাত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাল্যবিবাহ বিরোধী নাটক অনুষ্ঠিত হয়।