স্টাফ রিপোর্টারঃ

ভুরুঙ্গামারী উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কার্যকরি কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা আলহাজ শাহজাহান সিরাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ মঈন উদ্দিন খোকন, ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের শাহ মুহম্মদ আরিফুজ্জামান রনী, সফি ও হোসেন সরোওয়ার্দী প্রমুখ। উল্লেখ্য গত ১ নভেম্বর শুক্রবার নির্বাচনে সহঃসভাপতি পদে হাবিবুর রহমান (মাছ),সাধারণ সম্পাদক পদে ময়নাল হক(কলস),অর্থ সম্পাদক পদে বুলু মিয়া(মই) ও জাহাঙ্গীর আলম(গাভী) জয়লাভ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও নির্বাচন পরিচালনা কমিটির আলহাজ মঈন উদ্দিন খোকনের নেতৃত্বে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভুরুঙ্গামারী থানা পুলিশ,গ্রাম পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের উপস্থিতিতে কুলি শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহন সম্পন্ন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান বাংলা নিউজ ডট কম’র প্রকাশক ও সম্পাদক মনজুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন