ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) ঃ সংবাদদাতা ঃ
ভুরুঙ্গামারীতে কিশলয় বিদ্যানিকেতনে পিইসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার কিশলয় বিদ্যানিকেতন চত্বরে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন। বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মজিবর রহমান, শিক্ষিকা নুরজাহান চৌধুরী , কৃতি ছাত্রদের পক্ষথেকে বক্তব্য রাখেন রাব্বী হাসান স্বচ্ছ। উল্লেখ্য, বিদ্যালয় থেকে ২০১৭ সালের পিইসি পরীক্ষায় ২০ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।