ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ছেলে ধরা গুজবে আতংকিত না হওয়ার জন্য জন সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যাপক প্রচারনায় নেমেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।জনগণকে সচেতন করার জন্য উপজেলার ১০ টি ইউনিয়নের হাটবাজার,বাসস্ট্যান্ড,বিভিন্ন রাস্তার মোড়সহ প্রতিটি গ্রামে মাইকিং,উঠান বৈঠক পথসভা,জনসংযোগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারনা চালাচ্ছে পুলিশ। সম্প্রতি সারাদেশের ন্যায় ভুরুঙ্গামারীতেও ছেলে ধরা গুজবের হাওয়া লাগে। ফলে অভিভাবকসহ জনগনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ায় উপজেলার প্রায় সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনগুলোতে ছাত্র/ছাত্রীদের উপস্থিতি হঠাৎ করে কমে যায়। সচেতন মহল এ বিষয়ে প্রশাসনের জরুরী পদক্ষেপ কামনা করলে এরই ধারাবাহিকতায় ভুরুঙ্গামারী থানা পুলিশের পক্ষ থেকে জনগনকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহন করে গুজবে আতংকিত না হওয়ার জন্য মাঠে নামে। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান,একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে ধরা নামে গুজব ছড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। ঐ গুজবে আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য মাইকিং,জনসংযোগ,উঠান বৈঠক ও পথসভাসহ আমরা উপজেলার জনবহুল স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারনা চালাচ্ছি। গত ২ দিনে উপজেলার সোনাহাট ডিগ্রী কলেজ,ভুরুঙ্গামারী সরকারী পাইলট হাই স্কুলসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের মাঝে সচেতনতামুলক সভা করা হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসুচি পালন করা হবে। তিনি সকলকে সচেতন হয়ে গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে থানা পুলিশকে খবর দেয়ার জন্য অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *