ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ২.২.১৮
ভুরুঙ্গামারী উপজেলার জাতীয় পার্টির সহঃ সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ মাওলানা রমজান আলী মন্ডল (৬৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…….রাজেউন) । গতকাল শুক্রবার বিকাল ৩টায় ভুরুঙ্গামারী সরকারী পাইলট হাই স্কুল মাঠে তার জানাজা নামাজ শেষে পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পুন্ন হয়। তার জানাজা নামাজে উপজেলার সর্বস্তরের হাজার হাজার মানুয় অংশ গ্রহন করে। ভুরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ সহ তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ জালাল উদ্দীন মন্ডলের বড় ভাই।