ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী প্রভাষক আ,প,ম আনিছুর রহমান আনিছ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে জয়লাভ করনে দলীয় কর্মীদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ওয়াহেদুজ্জামান সরকার,সদর ইউপি চেয়ারম্যান এ,কে,এম মাহমুদুর রহমান রোজেন,সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ বাবুল আক্তার ও বলদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান। মত বিনিময় সভায় উপজেলার ১০ টি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি,সদস্য সচিব,সাংগঠনিক সম্পাদক সহ ২ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।