বিশেষ প্রতিনিধিঃ
এবারের এস.এস.সি তে জিপিএ ৫ প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কলেজে ভর্তি ও বই ক্রয় বাবদ নগদ ৬হাজার টাকা দিয়ে সহযোগিতা করলেন ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির।
রোববার উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মজিবর রহমানের মেয়ে মুনমুন ইয়াসমিন ও কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে রতœা খাতুনকে তাদের অভিভাবক সহ ডেকে থানায় এনে এ অর্থ প্রদান করা হয়। মুনমুন ও রত্না পিএসসি,জেএসসি ও গত এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ পায়। তাদের পড়া-লেখা প্রায় বন্ধের উপক্রম এ নিয়ে গত ৩ জুন/১৮ যুগান্তরে “ওরা আকাশছোঁয়া স্বপ্ন দেখে, শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদটি ওসির দৃষ্টি গোচর হলে তাদের অভিভাবকদের ডেকে পড়া-লেখা বন্ধ না হয় সেই পরামর্শ দিয়ে ভর্তির ফিস ও বই কেনা বাবদ দুজনকে নগদ ৬ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, যুগান্তর প্রতিনিধি আরমান আলী প্রমুখ।