কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি
কুড়িগ্রামে ট্রলি ও মটরসাইলকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী একভাই নিহত ও একভাই গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রহিম (২৮)। আহতের নাম আব্দুর রহমান (৩২)। তারা দুইজন আপন ভাই। তারা ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনেরকুটি গ্রামের মৃত মনছার আলীর সন্তান বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম – ভূরুঙ্গামারী মহসড়কের আন্ধারিঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুড়িগ্রামের দিকে থেকে আসা ওই দুই ভাইকে বহনকারী মটরসাইকেল এবং ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রলি সড়ককাটা নামক স্থানে মুখোমূখি সংঘর্ষ হয়। এসময় মটরসাইকেলে থাকা দুই আরোহী দুই ভাই মারত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক ছোট ভাই আব্দুর রহিমকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত বড় ভাই আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *