ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারীর আন্ধারীঝাড় মুচির মোড়ে একটি দন্ডায়মান ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা নৈশ কোচ মা নাদিয়ার হেল্পার নিহত হয়েছে। পথচারীরা জানায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা নৈশকোচ মা নাদিয়াকে অভার টেকিং করে আরেকটি কোচ চলে নৈশ কোচ মা নাদিয়ার ড্রাইভার বাসটি দ্রুত চালানোর সময় আন্ধারীঝাড় বাজারের মুচির মোড়ে ভাংড়ী বোঝাই দন্ডায়মান একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে নৈশকোচের হেল্পার আসাদুল হক ঘটনাস্থলেই মারা যায়। আসাদুল হক উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া বালাবাড়ী গ্রামের আব্দুল গফুরের পুত্র। এছাড়া ট্রাক -কোচের ধাক্কায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্র ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও নৈশ কোচটি হেফাজতে নিয়েছে বলো ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন নিশ্চিত করেছেন।