ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একইদিনে তিনটি বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার থানার পিছনে মহিলা দাখিল মাদ্রাসা পাড়ায় এ চুরির ঘটনা ঘটে। চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কখন যে কার অর্জিত সম্পদ চুরি হয়ে যায় এমন আশংকায় রয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের মহিলা মাদ্রাসা পাড়ার জনৈক রফিকুল দর্জির বাড়ীর দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র তছনছ করে। একই দিনে পাশ্ববর্তী আবু সামার বাড়ীর তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১টি মোবাইল সেট ও নগদ ৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে ওই সময় চোর চক্র বিধবা ময়না বেগমের বাড়ীতে ঢুকে আলমারীতে রাখা সোনার গয়না (কানের দুল ও পায়ের নুপুর) ও জমির দলিলপত্র চুরি করে নিয়ে যায়।

আবু সামার স্ত্রী অজুফা জানান, স্বামী কাজে যাওয়ার কারনে আমি কিছুক্ষনের জন্য বাজার করতে বাইরে যাই। তখন বাড়ীতে কেউ ছিল না। এসে দেখি আমার ঘরের সব তালা ভাঙা। ঘরে রক্ষিত ১টি মোবাইল সেট ও নগদ ৬ হাজার টাকা নাই।

ময়না বেগম জানান, আমি বিধবা মহিলা আমার সব শেষ চোরেরা আমার গয়না নিয়ে গেছে।

এ ঘটনায় রফিকুল দর্জি জানান, আমি সারাদিন দোকানে কাজ করি। আমার স্ত্রী পাশের বাড়ীতে বেড়াতে গিয়েছিল এ সুযোগে তারা আমার বাড়ীতে প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে জিনিসপত্র তছনছ করেছে। এভাবে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আমাদের অর্জিত সম্পদ নিয়ে আমার চরম আতংকে রয়েছি।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, একজন মহিলা এসেছে চুরি বিষয়ে থানায় জিডি করতে। তিনি বলছেন তাদের পারিবারিক সমস্যা আছে। কেউ একজন তাদের ফলো করছে। বিষয়টি আমি দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন