ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ জনে।
বুধবার (১৫ জুলাই) ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে ৪ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২ জন সিনিয়র স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলোজিস্ট ও তার স্ত্রী তিনি জয়মনিরহাট ইউনিয়নে স্বাস্থ্যসহকারী পদে কর্মরত। গত ৮ জুলাই তাদের নমুনা সংগ্রহ করা হয়।
নার্সরা হাসপাতালে দায়িত্ব পালনের সময় ও টেকনোলোজিস্ট নমুনা সংগ্রহ করতে গিয়ে সংক্রমিত হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, উপসর্গ দেখা দেয়ার সাথেই তাদের নমুনা সংগ্রহ করে আইসোলেশনে রাখা হয়। বর্তমানে তারা মোটামুটি উপসর্গবিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *